"বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির বিষয়ে শাহরুখের টুইট"

আপলোড সময় : ০১-০৩-২০২৩ ০১:০০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৩ ০১:০১:১৮ অপরাহ্ন
বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল আলোচিত বলিউডের সিনেমা ‘পাঠান’। সিনেমাটি মুক্তির আগে বাংলাদেশি এক ভক্তের প্রশ্নের জবাবে টুইটারে শাহরুখ খান বলেছেন, আমাকে বলা হয়েছে, খুব দ্রুতই সেখানে সিনেমাটি মুক্তি পাবে।

তার আগে তথ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সিনেমাটি মুক্তির বিষয়ে জানানো হয়। দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। তাদের অনেকেই সংবাদ সম্মেলনে ছিলেন।

তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে। গত ২৫ জানুয়ারি ‘পাঠান’ ভারতে মুক্তি পেয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com