লালমাই উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আপলোড সময় : ২৮-০২-২০২৩ ০৯:৩৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৩ ০৯:৩৮:৩৪ অপরাহ্ন
কুমিল্লা লালমাই উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম। মঙ্গলবার সকালে রির্টানিং অফিসারের কার্য্যালয়ে এই প্রতীক বিতরণ করা হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক ও সরকারী কলেজের সাবেক ভিপি কামরুল হাসান শাহিন পেয়েছেন দলীয় মার্কা নৌকা, সতন্ত্র প্রার্থী সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার পেয়েছেন আনারস মার্কা, স্বতন্ত্র প্রার্থী মো: হারুনুর রশিদ মজুমদার পেয়েছেন কাপ পিরিজ মার্কা।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। প্রতিদ্বন্দ্বিতাকারী বর্তমান ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান পেয়েছেন চশমা মার্কা, কাজী কামরুল হাসান ভুট্টো পেয়েছেন টিউবওয়েল মার্কা, আবদুল মোতালেব পেয়েছেন তালা মার্কা, বীর মুক্তযোদ্ধা মো: মোস্তফা পেয়েছেন টিয়া পাখি , ফজলুর রহমান পেয়েছেন মাইক মার্কা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী মাহমুদা আক্তার পেয়েছেন ফুটবল মার্কা, মধুছন্দা বনিক পেয়েছেন কলস মার্কা, নাজমা আক্তার পেয়েছেন পদ্মফুল মার্কা, পারুল আক্তার পেয়েছেন বৈদ্যুতিক পাখা মার্কা।

উল্লেখ্য, আগামী ১৬ই মার্চ কুমিল্লা লালমাই উপজেলা পরিষদের নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সর্বমোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করবেন কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম ও সহকারি রিটার্নি অফিসারের দায়িত্ব পালন করবেন লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা। লালমাই উপজেলার মোট ভোটার ১ লক্ষ ৫৭ হাজার ৩শ ৬৫জন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com