বুড়িচংয়ে অটো রাইস মেইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা

আপলোড সময় : ২৮-০২-২০২৩ ০৯:১২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৩ ০৯:১৪:৩৩ অপরাহ্ন
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার এর নেতৃত্বে উপজেলার পারুয়ারা এলাকায় ৩ টি অটো রাইস মেইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনক করা হয়।

আজ মঙ্গলবার সকালে রাইস মেইলগুলোতে অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। চিমন্নী ( চুঙ্গী) ৭০ ফিটের নীচে থাকায় এবং পরিবেশ অধিদপ্তর নিয়মনীতি না মেনে রাইস মেইলস চালানোর অভিযোগে এ জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর শিল্প এলাকার পারুয়ারার ৩ অটো রাইস মেইলসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়।

অভিযানে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পান অটো রাইস মেইলসের চুঙ্গী ( চিমন্নী) ৭০ ফিটের নীচে এবং পরিবেশের অধিদপ্তরের নিয়মনীতি অনুসরণ না করে পরিচালনা করেন ৩ টি রাইস মেইলস। এসমস্ত রাইস মেইলস থেকে নির্গত ধোয়া ও ছাই পরিবেশের ব্যপক ক্ষতি সাধিত করে আসছে। পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি অনুসরণ না করায় এই অটো রাইস মেইলস গুলোকে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

অভিযুক্ত রাইস মেইলস সমূহ হলো, সোনার বাংলা এগ্রো ফুড লিঃ এর মালিক মোঃ আবুল হোসেন কে ২ লক্ষ টাকা, কৃষান ফুড অটো রাইস মেইলসের মালিক মোঃ মনির হোসেন কে ২ লক্ষ টাকা এবং থাই অটো রাইস মেইলস এর ম্যানেজার আতিকুল ইসলাম কে ২ লক্ষ টাকা মোট ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন এবং দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রাজীব চৌধুরী।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com