খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল-আমিন ডিউ আর নেই

আপলোড সময় : ২৫-০২-২০২৩ ০৭:৩৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৩ ০৭:৩৫:৫১ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ (৬৫) আর নেই। শুক্রবার রাত পৌনে ১১টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে জানান, কিডনি সমস্যাসহ শারীরিক আরও কিছু সমস্যায় ভুগছিলেন মাহবুব আল আমিন ডিউ। বগুড়া জেলার গাবতলী উপজেলার নিজ গ্রামে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে। ডিউর মৃত্যুর খবর পেয়ে রাতেই বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চিকিৎসক সবুজ আহমেদসহ দলীয় নেতারা হাসপাতালে ছুটে যান।

মাহবুব আল আমিন ডিউর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিউ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের পারিবারিক আত্মীয়।

পিকে/ এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com