প্রিমিয়ার সিমেন্টের দেশসেরা ডিলারের এ্যাওয়ার্ড পেলো কামাইরকান্দি বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর সবুজ মিয়াজী

আপলোড সময় : ২৩-০২-২০২৩ ০৮:২১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৩ ০৮:২৩:৫৯ অপরাহ্ন
একসাথে, নতুন লক্ষে-এ স্লোগানকে সামনে রেখে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবসায়ীক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গেলে ১৯ ফেব্রুয়ারি রাজধানীর শেরাটন হোটেলে এসম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের দেশসেরা ডিলার হিসেবে কামাইরকান্দি বিল্ডার্স-এর নাম ঘোষনা করা হয়। এবং ঝমকালো আয়োজনে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড চেয়ারম্যান মোঃ মোস্তফা হায়দার এবং ম্যানেজিং ডিরেক্টর মোঃ আমিনুল হক কামাইরকান্দি বিল্ডার্স এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ সবুজ মিয়াজীর হাতে দেশসেরা ডিলারের এ্যাওয়ার্ড তুলে দেন।

এসময় অনুষ্ঠানে কম্পানির অন্যান্য উদ্ধর্তন কর্মকর্তা ও দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার, গ্রাহক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলো।

সবুজ মিয়াজী বলেন, সততা, আমানতদারী ও গ্রাহক সেবাই ব্যবসার সফলতার চাবিকাঠি। আর কামাইরকান্দি বিল্ডার্স সেই কাজটিই করে যাচ্ছে। সিমেন্ট ছাঁড়াও আমাদের অন্যান্য ব্যবসা রয়েছে। তাঁর অন্যতম হলো রড। আমারা রড সরর্বরাহ করে থাকি। সারাদেশে আমাদের এক হাজারের মতো রিটেইলার রয়েছে। গ্রাহকদের প্রকৃত সেবা দেয়াই আমাদের মূল লক্ষ । ইনশাআল্লাহ আমাদের গ্রাহকরা আগমীতে আরো ভালো সেবা পাবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com