শশীদল রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ চোরাচালানকারী আটক

আপলোড সময় : ২২-০২-২০২৩ ১০:১৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৩ ১০:২৬:৫৯ অপরাহ্ন
কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে চোরাচালানের মালামাল তোলার সময় আকস্মিক সেখানে টাস্কফোর্স অভিযান করে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসন। এসময় ট্রেনে চোরাচালানের মালামাল তোলার সময় তিনজনকে ১০ কার্টুন ডার্ক চকলেট, ২৪০০টি ডেইরি মিল্ক, ১২২৪০টি পার্ক চকলেট, ৫০০ প্যাকেট ভিক্স চকলেট, ৫৫০০ টি মেহেদী টিউব, ১১৭০ পিস সোডা পানি ও ২৮ ব্যান্ডেল কোবরা বাজিসহ আটক করা হয়।

আটককৃত তিনজন হলেন হাজেরা বেগম (৫৫), পারুল আক্তার (৬০), আমেনা বেগম (৫০)। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্ততি চলছে। এছাড়া শশীদলের মানরা গ্রামে অভিযান চালিয়ে ১ কে.জি. গাঁজাসহ খলিলুর রহমান (৫৫) কে আটক করা হয়। আটক খলিলুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি), জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্য ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com