আবু তালেব,রংপুর ব্যুরো প্রধান: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিচ তলায় বার্ন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরের এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এই অগ্নিকাণ্ডে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা । এসময় বার্ন ইউনিটে থাকা রোগীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। অনেকে এদিক সেদিক ছুটাছুটি করেন।
রমেক হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২ টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসকে খবর দিলে দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বার্ন ইউনিটের বৈদ্যুতিক তার থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা। রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম বলেন, আমরা যাওয়ার আগেই হাসপাতালের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক কারণে আগুন লেগেছিল। হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, বিদ্যুতের সুইচ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বড় ধরণের ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
পিকে/এসপি
রমেক হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২ টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসকে খবর দিলে দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বার্ন ইউনিটের বৈদ্যুতিক তার থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা। রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম বলেন, আমরা যাওয়ার আগেই হাসপাতালের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক কারণে আগুন লেগেছিল। হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, বিদ্যুতের সুইচ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বড় ধরণের ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
পিকে/এসপি