"হোমনায় মাদক ব্যবসা ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন"

আপলোড সময় : ২২-০২-২০২৩ ০৩:০১:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৩ ০৩:০৭:৩৫ অপরাহ্ন
কুমিল্লার হোমনায় মাদক বিক্রি ও সন্ত্রাসের প্রতিবাদ করায় হামলা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার সকালে হোমনার রামকৃষ্ণ বাজারে ঘন্টাব্যপী মানববন্ধন ও পথপ্রতিবাদ সভায় বক্তব্য রা‌খেন, একেএম শামছুল আলম ভূইয়া, মানবাধিকার কর্মী মোঃ বিল্লাহ হোসেন, যুবলীগ নেতা আল কাইয়ূম মোল্লা, মোঃ হেলাল ভূইয়াসহ অন্যরা।

স্থানীয় এলাকাবাসীরা বলেন, স্থানীয় আল আমিন মেম্বার, সোহেল রানা, আলাউদ্দিনসহ একটি সিন্ডিকেট পুরো ইউনিয়নে মাদক জুয়া, চাঁদাবাজীসহ নানা অপকর্ম করে আসছে। এ বিষয়ে প্রতিবাদ করায় স্থানীয় সমাজ সেবক হেলাল ভূইয়াসহ একাধিক নিরীহ পরিবার হামলা ও নিযাতন শিকার হয়েছে।

এবিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসীরা। উল্লেখ্য গত ২৫ জানুয়ারি ভোরে স্থানীয় সমাজ সেবক হেলাল ভূইয়ার উপর হামলা করে আহত করে আল আমিন মেম্বারগং। এ ব্যপারে হোমনা থানায় এক‌টি মামলা দায়ের করা হয়েছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com