দাউদকান্দিতে অনুষ্ঠিত যারিফ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন গাজীপুর

আপলোড সময় : ১৯-০২-২০২৩ ০৯:৩২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৩ ০৯:৩৪:০৪ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত যারিফ আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় গাজীপুর চ্যাম্পিয়ন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়া অনুষ্ঠিত এই খেলা দেখতে মাঠের চারিপাশে দর্শকে পূর্ন হয়। খেলায় মন্থন একাদশ আদর্শ টিমকে হারিয়ে গাজীপুর আদর্শ একাদশ টিম চ্যাম্পিয়ন হয়।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী, নূর-এ- আলম ভূইয়া বুলু এবং প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব।

এসময় আরও উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রধান, আলমগীর হোসেন মোল্লা, আসলাম হোসেন মিয়াজী, মঈন উদ্দিন চৌধুরী, মোহাম্মদ  নোমান মিয়া এবং সাবেক চেয়ারম্যান মাসুদ আলম প্রমুখ। পরে প্রধান অতিথি খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।

পিকে/ এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com