ভূমিকম্পে বিপর্যস্ত তুর্কীয়ে এর ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে জরুরী মানবিক ত্রাণ সহায়তা প্রদান করল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
আজ দুপুরে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত টার্কিশ কো–অপারেশন অ্যান্ড কো–অর্ডিনেশন এজেন্সি-টিকা অফিসের (TİKA - Turkish Cooperation and Coordination Agency) সমন্বয়কারী সেভকি মারথ বারিশ এর কাছে ৫০০০ কম্বল হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব।
টিকা অফিসের সমন্বয়কারীর সাথে সাক্ষাতে চেয়ারম্যান বলেন, চরম এই মানবিক সংকটে তুরস্কের বিপন্ন মানুষের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি তুরস্ক ও সিরিয়ায় সংঘটিত ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। টিকা অফিসের সমন্বয়কারী এই মানবিক সহায়তা প্রদানের জন্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি’র) এর সাথে সমন্বয় করে সিরিয়া তেও ত্রাণ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে তুর্কি ও সিরিয়া তে মানবিক সহায়তা পাঠাতে চাইলে সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
মানবিক সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো: মিজানুর রহমান, আইএফআরসি’র অপারেশন ম্যানেজার আলী আকগুল সহ সোসাইটির স্বেচ্ছাসেবক ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।