কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী আল-আকসা মসজিদের উদ্যোগে ৮ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ১৭-০২-২০২৩ ০৯:৪৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৩ ০৯:৫০:২৫ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের কাদিয়ারভাঙ্গা গ্রামে প্রধানগোষ্ঠী আল-আকসা মসজিদের উদ্যোগে ৮ম বার্ষীক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী ফাউন্ডেশনের আয়োজনে কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন গার্লস মাদ্রাসা সংলগ্ন মাঠে ১৪ ফেব্রুয়ারি বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত এই তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে পবিত্র কুরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কুরআন, হযরত মাওলানা গোলাম কবির আজহারী, আল্লামা সাইফুল ইসলাম জিহাদী ও হাফেজ সাইফুল ইসলাম।

মাহফিলে বিটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মো. নূরআলম ভূঁইয়া (আলম)। বিশেষ অতিথি ছিলো, মসজিদের উপদেষ্টা মাওলানা কাজী বাহাউদ্দিন, অ্যাডভোকেট রাসেল রাফী, মসজিদ কমিটির সভাপতি মো. শরিফুর রহমান আখন্দ প্রমূখ। মাহফিল পরিচালনা করেন মসজিদ কমিটির সেক্রেটারি সাংবাদিক শরীফ প্রধান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com