মুরাদনগরে তানযীমুল মিল্লাত দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-০২-২০২৩ ০৭:০৭:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৩ ০৭:১৭:২৪ অপরাহ্ন
উৎসব মুখর পরিবেশে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে তানযীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া, জিপিএ -৫ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতারণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী তানযীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সাবেক শিক্ষক কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট আবুল কালাম আজাদ ভূঁইয়া, ওমর ইবনুল খাত্তাব রাঃ আরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মিসলেহ উদ্দিন সরকার, যাত্রা পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবু কাউছার ভূঁইয়া, যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঃ সালাম ভূইয়া সেলিম ও মাদ্রাসা সুপার ওবায়দুল্লাহ মাহমুদ, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মোঃ নজরুল ইসলাম সরকার ইউপির সদস্য বাবুল মুন্সি,

যাত্রাপুর ইউনিয়ন কৃষক লীগে সভপতি আবদুল জলিল, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমিতি সদস্য সৈয়দ তৈয়বুর রহমান, আবদুল্লাহ আল স্বপন, আল আমিন, যাত্রাপুর নুরিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা শিক্ষক মাওঃ নজির আহমদ, সৈয়দ শিরাজুল ইসলাম, হুমায়ুন কবির, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, মাদ্রাসা শিক্ষক আলাল মুন্সী, অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নানান শ্রেণি পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা ক্রিড়া প্রতিযোগিতায় দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, ইসলামিক হার্ম ও নাত, মোড়গ লড়াই, চামচ দৌড়, অংক দৌড়, বালিশ ছোড়া,চেয়ার সিটিং, হাড়ি ভাঙ্গা ও বক্তব্য প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। উপহার সমুহ দান করেন, সৌদি প্রবাসী আমিরুল ইসলাম ভূইয়া ও কামরুল হাসান ভূইয়া সোহেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com