কুমিল্লা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কাজী ওবায়েদ উল্লাহ

আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৪:১০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৪:১২:৫২ অপরাহ্ন
কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও শিল্পপতি কাজী ওবায়েদ উল্লাহ।

আজ রবিবার ( ২৭ ডিসেম্বর ২০২৫) দুপুর সারে ৩টায় দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়েজুল ইসলাম কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর কাজী ওবায়েদ বলেন, কুমিল্লা-১ আসনের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আমার কতগুলি ভিশন আছে, মিশন আছে, আমার কথাগুলো যদি জনগণের কাছে উপস্থাপন করতে পারি। আমার বিশ্বাস দুই থানার জনসাধারণ আমাকে সমর্থন করবে।

আর ওনাদের সমর্থন পেয়ে আমি বিজয়ী হবো, এটা আমার একান্ত প্রত্যাশা। আমি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করবোনা। স্বতন্ত্র নির্বাচন করবো। সকলের নিকট দোয়া চাই। দাউদকান্দি ও মেঘনা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, কাজী ওবায়েদ দাউদকান্দি উপজেলার মারুকা গ্রামের বাসিন্দা। তিনি প্রিন্সিপাল গ্রুপ অব কম্পানীর এমডির দায়িত্ব পালন করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com