তিন দিনের জন্য গোলাবর্ষণ স্থগিত

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবিরতি

আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০২:৪৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০২:৪৪:৫৫ অপরাহ্ন
থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে তীব্র সংঘর্ষের পর শনিবার তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। যৌথ বিবৃতিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। তাতে সীমান্তবর্তী এলাকায় বেসামরিক মানুষদের নিজেদের বাড়িতে ফেরার সুযোগ দেওয়া হবে।

গত কয়েক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ৭২ ঘণ্টার জন্য উভয়পক্ষের সব ধরনের সেনা চলাচল ও গোলাবর্ষণ স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে থাইল্যান্ডের হেফাজতে থাকা ১৮ জন কম্বোডীয় সেনাকেও মুক্তি দেওয়া হবে।

সংঘর্ষ বন্ধ করতে দুই দেশের কর্মকর্তাদের কয়েকদিন ধরে আলোচনা চলছিল। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক মানুষ, স্থাপনা ও অবকাঠামোর ওপর কোনো আক্রমণ চলবে না এবং উভয়পক্ষকে উসকানি ছাড়া আগ্রাসন থেকে বিরত থাকতে হবে।

চলতি বছরের মে মাসে সংঘর্ষ নতুনভাবে শুরু হয়, জুলাইয়ে সীমান্তজুড়ে পাঁচ দিন ধরে লড়াই চলে। এতে বহু সেনা ও বেসামরিক মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। অক্টোবরের শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার মধ্যস্থতায় ‘কুয়ালালামপুর শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বিরোধপূর্ণ এলাকা থেকে ভারী অস্ত্র প্রত্যাহার এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি অস্থায়ী দল গঠনের কথা ছিল। তবে নভেম্বরের মধ্যে থাইল্যান্ড চুক্তি কার্যত স্থগিত করে, দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, নিরাপত্তা হুমকি এখনও রয়েছে।

শনিবারের নতুন যুদ্ধবিরতি এই অস্থায়ী শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এতে সীমান্ত এলাকায় অতিরিক্ত হানাহানি রোধ এবং বাস্তুচ্যুতদের ঘরে ফেরার সুযোগ তৈরি হবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : prodhankhabor@gmail.com

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com