কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদরাসায় অভিভাবক কাউন্সেলিং

আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:২৯:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন
দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদরাসার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও অভিভাবক কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদরাসা মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে মাদরাসার সভাপতি মো. নূরআলম ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন,

ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সুমন সরকার ও এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. শাহীন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মজিবুর রহমান সিকদার, হলি কেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জসীম উদ্দীন জয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রাথমিকে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com