দাউদকান্দির হলি কেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৯:২৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৯:৩০:৩২ অপরাহ্ন
দাউদকান্দি উপজেলার হলি কেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় প্রতিষ্ঠানের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. জসীম উদ্দীন জয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিটেশ্বর উন্নয়ন ফোরামের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. নূরআলম ভূঁইয়া (আলম)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক-পত্রিকার দাউদকান্দি সংবাদদাতা শরীফ প্রধান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতিন প্রধান ও বিদ্যালয়ের মিক্ষক সাগর মুন্সী প্রমূখ। সমাবেশে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com