তিন শতাধিক শিক্ষার্থীকে গাছের চাড়া দিলো স্বেচ্ছাসেবী সংগঠন বিইউইউএফ ও দানাফ

আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:২৮:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:২৯:২০ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দিতে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম (বিইউইউএফও “দাউদকান্দি নাগরিক ফোরাম (দানাফ) এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ গাছের চাড়া বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে দশটায় উপজেলার বিটেশ্বর এস.আর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।

উদ্বোধক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এখন টিভি’র কুমিল্লা ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, মডেল থানার সেকেন্ড অফিসার গাজী মোতাব্বির হোসেন, সংগঠনের উপদেষ্টা শাহীন আহমেদ চৌধুরী, সেক্রেটারি সাংবাদিক শরীফ প্রধান, প্যানেল চেয়ারম্যান মাওলানা হাবিব ইসলাম মো. মিজানুর রহমান তালুকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট রাসেল রাফি। আলোচনা শেষে ৩০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষ রোপণ করা হয়।

পিকে/এসপি
 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com