কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তুভূক্ত করার দাবীতে দাউদকান্দিতে মানববন্ধন

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:১১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:১৯:৪৩ অপরাহ্ন
"প্রাথমিক বৃত্তি পরীক্ষা -২০২৫ এ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তভূক্ত করার দাবীতে মানববন্ধন করেছে দাউদকান্দি উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫)  সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে, এস.আর আদর্শ বিদ্যালয়, ভয়েজার স্কুল এন্ড কলেজ, স্টামফোর্ড স্কুল, আল-মানার একাডেমী, মাইলস্টোন, এবিসি স্কুলসহ প্রায় দের শতাধীক স্কুল অংশগ্রহন করেন।

মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, সংগঠনটির আহ্বায়ক মো. শাহীন আহাম্মেদ চৌধুরী, সদস্য সচীব জাহাঙ্গীর আলম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন সরকার, শাহ আলম সরকার, মো. ইসমাইল হোসেন তালুকদার, সদস্য আবুল হাছান রায়হান, মাহবুবুল হক, জানে আলম তালুকদার, ফারুক হোসেন, জিন্নাত আলী ও জসীম উদ্দীন জয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com