বসার জায়গা কেমন হবে জান্নাতে? | প্রধান খবর

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৪০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৪১:২২ অপরাহ্ন
দুনিয়াতে বসবাসরত প্রত্যেক মুমিন বান্দার জীবনের সুপ্ত বাসনা থাকে পরকালে জান্নাত লাভ। এই জান্নাত লাভের আশায় তারা ইহকালে ইবাদত-বন্দেগী, নানা ভালো কাজে সময় অতিবাহিত করেন।

জান্নাতের অট্টালিকা, বাগানসমূহে বসার জায়গা কিভাবে চিত্তাকর্ষকভাবে সাজানো হয়েছে পবিত্র কোরআনের বিভিন্নস্থানে তার বিবরণ এসেছে।

সুরা ওয়াকিয়ার এ আয়াতসমূহে মহান আল্লাহ বলেন, ‘স্বর্ণ-খচিত আসনে, ওরা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে’।অন্যত্র বলেন, উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা, প্রস্তুত থাকবে পানিপাত্র, সারি সারি উপাধান এবং বিছানা গালিচা। (সূরা আল-গাসিয়াহ, আয়াত : ১৩–১৬)।

আল্লাহ তায়ালা আরও বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরাশে, দুই উদ্যানের ফল হবে কাছাকাছি।। (সুরা আর-রাহমান, আয়াত : ৫৪) আরও বর্ণিত হয়েছে, তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে; আমি তাদের মিলন ঘটাব আয়তলোচনা হূরের সংগে। (সুরা আত-তূর, আয়াত : ২০)।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com