দাউদকান্দিতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৫:০২:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৫:০৪:৫৩ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিষয়ে এক প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ী উপজেলার সদর উত্তর ইউনিয়নের গঙ্গাঁপ্রসাদ গ্রামের প্রবাসী দেলোয়ারের স্ত্রী রাবিয়া সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকেন। কষ্টার্জিত টাকায় একই গ্রামের কাদের ও মিন্টু গংদের নিকট থেকে ২শতক ৭৫ পয়েন্ট জমি ক্রয় করেন। তারা জমি বুঝিয়ে না দিয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানির করছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত বর্তমান মেম্বার শাহজাহান ও সাবেক মেম্বার মতিন বলেন, দেলোয়ার বিদেশে থেকে মিন্টুদের কাছ থেকে জায়গা ক্রয় করে বিল্ডিং নির্মান কাজ শুরু করে। নির্মাণকাজ শেষ পর্যায়ে, এখন বাঁধা দিচ্ছে ।এনিয়ে এলাকা গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com