
"রাজধানীর সলিমুল্লাহ মেডিকেলের গেইটের সামনে চাঁদা না দেওয়ায়, পাথর দিয়ে আঘাত করে প্রকাশ্যে ব্যবসায়ীকে নৃশংস খুনের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাউদকান্দি উপজেলা শাখা।
আজ শনিবার (১২ জুলাই ২০২৫) বেলা সারে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন দাউদকান্দি উপজেলার আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, মুখ্য সংগঠক মো ফয়সাল সিকদার, দাউদকান্দি পৌরসভার সদস্য সচিব মোহাম্মদ মিনহাজ, দাউদকান্দি পৌরসভা মুখ্য সংগঠক মোহাম্মদ সাগর।
এসময় বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় পাথর মেরে মেরে কয়েকজন সন্ত্রাসী ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে। এমন ভয়াবহ হত্যার চিত্র এই প্রজন্ম দেখেনি। অনতিবিলম্ব তাদেরকে আইনের আওতায় এনে সর্বউচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে ছাত্র সমাজ যে কোন বৈষম্যের প্রতিবাদে রাস্তায় নেমে যাবো।
পিকে/এসপি
আজ শনিবার (১২ জুলাই ২০২৫) বেলা সারে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন দাউদকান্দি উপজেলার আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, মুখ্য সংগঠক মো ফয়সাল সিকদার, দাউদকান্দি পৌরসভার সদস্য সচিব মোহাম্মদ মিনহাজ, দাউদকান্দি পৌরসভা মুখ্য সংগঠক মোহাম্মদ সাগর।
এসময় বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় পাথর মেরে মেরে কয়েকজন সন্ত্রাসী ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে। এমন ভয়াবহ হত্যার চিত্র এই প্রজন্ম দেখেনি। অনতিবিলম্ব তাদেরকে আইনের আওতায় এনে সর্বউচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে ছাত্র সমাজ যে কোন বৈষম্যের প্রতিবাদে রাস্তায় নেমে যাবো।
পিকে/এসপি