পর্যটকদের অধিকতর সেবার লক্ষ্যে

ঢাকায় কক্সবাজার হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের রিজার্ভেশন অফিস উদ্বোধন

আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:১৮:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৩৭:১৭ পূর্বাহ্ন
"পর্যটন শিল্পে উন্নত সেবা ও হালাল ব্যবসা করার অংগীকার নিয়ে আজ দুপুরে কক্সবাজারের স্বনামধন্য হোটেল মিডিয়া ইন্টার ন্যাশনাল এর ঢাকার গুলশান এ ( সেবা হাউজ,লেবেল ৪,বাড়ি নং ৩৪,রোড নং ৪৬ , গুলশান ২) রিজার্ভেশন অফিস উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সসময় হেটেল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বলেন, যেহেতু কক্সবাজার গামী দেশী বিদেশি পর্যটকদের বেশীরভাগই ঢাকা থেকে যাত্রা শুরু করেন। তাই ঢাকার পর্যটকদের অধিকতর সেবা ও সুবিধা দেওয়ার কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ।

আশা করি ঢাকার পর্যটক গন সরাসরি কক্সবাজার গিয়ে হোটেল বুকিং করার ঝামেলা ও পেরেশানির না করে ঢাকা থেকে সহজেই পছন্দমত রুম বুকিং দিয়ে ভ্রমণটাকে আরোবেশি আনন্দময় করতে পারবেন। অনুষ্ঠানে হালাল ব্যবসা ও উন্নত সেবা প্রদানের অংগীকার ব্যক্ত করেন কর্তৃপক্ষ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রয়েল প্লানেট কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আনোয়ার, ব্যাবস্থাপনা পরিচালক আবুল আলা মোহাম্মদ ফারুক, নির্বাহী পরিচালক মুহাম্মদ মোশারেফ হোসেন, ডাইরেকটর সেলস এন্ড মার্কেটিং  মুহাম্মদ মোজাহিদুল ইসলাম,

পরিচালক মোহাম্মদ ছালামত উল্লাহ , শাহআলম চৌধুরী মিনটু, মোহাম্মদ আলমগীর মিয়া, জাকির হোসাইন ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন মিয়াজী, মোহাম্মদ নুরুজ্জামান, মহসিন শিকদার, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন, আব্দুল মুকিত শাফায়াত হোসেন সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পিকে/এসপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com