গজারিয়ায় ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১১:১২:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১১:১৪:০৪ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট আলেমেদীন, প্রবীন ইমাম ও খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেনের পবিত্র হজ পালনে গমন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (৩ মে ২০২৫) সকাল ৯টায় উপজেলার ছোটরায়পাড়া নুরানী হাফেজিয়া মাদরাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তালীমুল কুরআন ফাউন্ডেশন গজারিয়ায় উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সেক্রেটারি ও ছোট রায়পাড়া মাদরাসার মুহতামিম, তরুণ উদীয়মান আলেম, হাফেজ মাওলানা আল আমীন হাদীর সভাপতিত্বে এবং ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা শাইখ নূরুল ইসলাম সালেহীর উপস্থাপনায়

অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাথাভাঙ্গা মহিলা আলিম মাদরাসার প্রভাষক মাজলিসুল মুফাসসিরীন মুন্সিগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ হেলালী।

বিশেষ অতিথি ছিলেন, মাওলানা শিহাব উদ্দীন হেলালী,(চান্দিনা) মাওলানা বেলায়েত হোসেন কাদেরী (কচুয়া), হাফেজ মাওলানা শাহ আলম ফারুকী (ইমামপুর), হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন গাজী(মেঘনা), হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ (সোনারগাঁও)।

আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ইমাম মাওলানা শহীদুল্লাহ, মাওলানা মামুনুল হক হাফেজ আবু নুমান প্রমুখ। অনুষ্ঠানে ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ এর সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন কে তিন যুগ সুনামের সহিত ইমামতির খেদমত আঞ্জাম দেওয়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্মাননা সারক প্রদান করা হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com