ঈদের ছুটিতেও চান্দিনায় পরিবার পরিকল্পনা কার্যালয়ে সকল সেবা চলমান

আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ১০:৫৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ১১:০২:২৮ অপরাহ্ন
"চান্দিনা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায় যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে,  কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার শর্মা, সহকারী পরিচালক (প.প.), মো. মাহবুব হাসান ভূইয়া ও

সহকারী পরিচালক (সি.সি.) ডা. মো. মনজুর মোর্শেদ রিপন এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সকল জরুরী সেবা চালু রেখেছে, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

জানা গেছে, গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা ও কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে কেন্দ্রগুলোতে। ছুটির মধ্যেই বেশ কয়েকটি নরমাল ডেলিভারিও সম্পন্ন হয়েছে।

এছাড়াও সাধারণ স্বাস্থ্য সেবা, এএনসি, পিএনসি এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা প্রদান করা হয়।

চান্দিনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন ও মেডিকেল অফিসার ডাক্তার কামরুন্নাহার ভূঁঞার সার্বিক তত্ত্বাবধানে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

সেবাগ্রহীতার পাশাপাশি সেবাপ্রার্থীদের সেবাপ্রদানের মাধ্যমে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পেরে খুশি এই বিভাগের কর্মীরাও।

পিকে/এসপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com