দাউদকান্দির চশই উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মাওলানা মোশারফ হোসেন

আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০৮:২৫:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০৮:২৬:৫৭ পূর্বাহ্ন
"দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চশই উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক, সমাজ সেবক, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মাওলানা মো. মোশাররফ হোসেন।

গেল রবিবার (২৩মার্চ ২০২৫) কুমিল্লা শিক্ষাবোর্ড এ সংক্রান্ত লিখিত একটি অুমোদন পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরণ করেন। সেখানে এডহক কমিটিতে মাওলানা মোশাররফ হোসেনকে-কে সভাপতি হিসেবে অনুমোদন করা হয়।

জানা যায়, মোশাররফ হোসেন শিশু শিক্ষার উন্নয়ন ও বিস্তারে উল্লেখ যোগ্য অবধান রেখে আছেন। তিনি রাজনীতি ও ব্যবসার পাশাপাশি নানান সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। মারুকা ইউনিয়নের পালাপাড়া গ্রামের বাসিন্দা তিনি।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com