জাসাসের পক্ষ থেকে তিতাস উপজেলাবাসীকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা: ইবরাহিম খলিল

আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৪:১৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০৫:২৯:৪৪ অপরাহ্ন
আসছে ঈদ-উল ফিতর উপলক্ষ্যে তিতাস উপজেলা বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) তিতাস উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইবরাহিম খলিল।

তিনি বলেন, রমাদানের শিক্ষা নিয়ে পুরো একটি বছর যেন আমরা সুন্দর পথে চলতে পারি। শান্তি শৃঙ্খলায় ভরে উঠুক আমাদের জীবন। সেটাই কামনা করছি।

তিতাস উপজেলার সকল শ্রেনি পেশার মানুষকে জানাই ঈদ-উল ফিতরের শুভেচ্ছা। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

পিকে/এসপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com