শহীদ পরিবার ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল

আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০২:৪৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০২:৪৫:৫৮ অপরাহ্ন
"জাতীয় নাগরিক পার্টি, কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, ছাত্র-শ্রমিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ,পেশাজীবি, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ফান টাউন কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ মিলনের বাবা স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। উক্ত মাহফিলে এনসিপির কেন্দ্রীয় আহবায়ক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান। এসময় অন্যান্য রাজনৈতিক দল এবং সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব রাশেদুল হাসান,

জামায়াতে বাংলাদেশ কুমিল্লা মহানগর এর নায়েবে আমির মো: মুসলেহ উদ্দীন, এবি পার্টি কুমিল্লার আহবায়ক মিয়া মো: তৌফিক, মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড. শাহ্ মো: সেলিম।

এনসিপি নেতা নাভিদ নওরোজ বলেন, ভালো কিংবা খারাপ আওয়ামী লীগ বলতে কিছু নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির সমর্থন চান।

তিনি আরও বলেন কুমিল্লায় মাফিয়াতন্ত্রের অবসান ঘটেছে। এখন সারা দেশের সর্বাত্মক সংস্কার কার্যক্রমে কুমিল্লাকেও সামিল করতে হবে। ১৫ বছরে ধ্বসে পড়া স্থানীয় সরকার কাঠামোকে পুনর্গঠন করতে হবে।

এনসিপি নেত্রী হাফসা জাহান বলেন, আগামী নির্বাচনে নারীদের অধিক অংশগ্রহণ সহ সংসদে নারীদের সংখ্যা বাড়াতে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। সবশেষে একাত্তরে শহীদ মুক্তিযোদ্ধা এবং চব্বিশের শহীদ বিপ্লবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে ইফতার শুরু হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com