দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতীকালে ৪ জন গ্রেফতার

আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৩:০১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৩:০৯:৩৭ অপরাহ্ন
"দাউদকান্দি পৌরসদর কাঠবাজার সংলগ্ন খাদ্য গুদামের সামনে অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, শনিবার গভীররাতে দাউদকান্দি পৌর বাজারে ডাকাতির প্রস্তুতীকালে যৌথবাহিনীর অভিযানে ৪ ডাকাতকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দাউদকান্দি পৌরসদরের সতানন্দি গ্রামের নাছির খানের ছেলে লামিম খান (২১), পশ্চিম মাইজপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে রিফাত হোসেন (২২), উত্তর নছুরুদ্দী গ্রামের মজিবুর রহমানের ছেলে রাহিম (১৯) ও মুন্সীগঞ্জ জেলার গাজারিয়া উপজেলার ভাসারচর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সাব্বির আহম্মেদ (২৯।

এসময় তাদের সাথে থাকা একটি চাপাতী, ৩টি ছোরা উদ্ধার করা হয়েছে। আজ রবিবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com