ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার সংস্থার মানববন্ধন

আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৫:০৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৫:০৬:৩৬ অপরাহ্ন
"ব্রাহ্মণবাড়িয়া, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি একটি মানবাধিকার সংস্থা।

আজ ২২ মার্চ সকাল ১০ এই কর্মসূচির আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া মানবাধিকার সংস্থার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন।

বক্তারা ফিলিস্তিনে নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের দাবি তোলেন। সংগঠনের সভাপতি এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খবির আহমেদের সঞ্চালনায় বক্তারা বলেন "ফিলিস্তিনে নিরীহ শিশু ও নারীদের ওপর যে বর্বর হামলা চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ।

আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানাই, তারা যেন এই হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়।" মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থী প্রতিনিধি অনেকে। বক্তারা ফিলিস্তিনের জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন, যেখানে লেখা ছিল "ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো," "মানবতার পক্ষে দাঁড়াও," এবং "স্বাধীন ফিলিস্তিন চাই।" প্রতিবাদ কর্মসূচি শেষে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে পাঠানো হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com