গাজায় একদিনে নিহত আরও ৭০ ফিলিস্তিনি

আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৫:৪২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৫:৪২:৫৯ অপরাহ্ন
"ফিলিস্তিনের গাজায় পবিত্র রমজান মাসেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত একদিনে প্রায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত মঙ্গলবার থেকে চলা হামলায় সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৪৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তীব্র যুদ্ধের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল ‌‘বৃহত্তর এবং শক্তিশালী’ হামলা চালাতে পারে। এর আগে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় বিমান হামলার ঘটনা কেবল শুরু।সেখানে রাতভর ইসরায়েলি আগ্রাসনে শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী হামাসের ওপর ‘ক্রমবর্ধমান শক্তি’ ব্যবহার করবে এবং ভবিষ্যতের যুদ্ধবিরতি আলোচনা ‘শুধু আক্রমণের মুখে’ অনুষ্ঠিত হবে।

নেতানিয়াহু বলেন, আমরা যুদ্ধের সকল লক্ষ্য অর্জনের জন্য লড়াই চালিয়ে যাব আমাদের সকল জিম্মিকে মুক্তি, হামাসকে নির্মূল করা এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে না এটাই আমাদের প্রতিশ্রুতি।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com