
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সতানন্দি নামকস্থানে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাজাসহ রোকন ইসলাম জীবন ও মোঃ বাবু মিয়া নামের দুজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার, (১৭ মার্চ) ভোরে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা সংলগ দক্ষিণ সতানন্দি নামক স্থানে মডেল থানার এসআই মোঃ তানভীর সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটিরত অবস্থায় ঢাকাগামী একটি ট্রাক ঢাকা মেট্রো ন- ১৯-৯৩১৭ আটক করে তল্লাশি চালিয়ে ট্রাকের পিছনে ঢালায় থাকা কষ্টেব দিয়ে মোড়ানো তিনটি গাজার পোটলা ( ৬ কেজি) উদ্ধার করে।
গাড়ির ড্রাইভার মোঃ বাবু মিয়া ও হেলপার রোকন ইসলাম জীবন কে আটক করে। আটকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মাঝিকোন গ্রামের মৃত সুলাল মিয়ার পুত্র মোঃ বাবু মিয়া (৩৮),একই জেলার করিয়াচর থানার সালেয়া গ্রামের লিটন মিয়ার পুত্র রোকন ইসলাম জীবন (২৪)।
এই ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
পিকে/এসপি
পুলিশ জানায়, সোমবার, (১৭ মার্চ) ভোরে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা সংলগ দক্ষিণ সতানন্দি নামক স্থানে মডেল থানার এসআই মোঃ তানভীর সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটিরত অবস্থায় ঢাকাগামী একটি ট্রাক ঢাকা মেট্রো ন- ১৯-৯৩১৭ আটক করে তল্লাশি চালিয়ে ট্রাকের পিছনে ঢালায় থাকা কষ্টেব দিয়ে মোড়ানো তিনটি গাজার পোটলা ( ৬ কেজি) উদ্ধার করে।
গাড়ির ড্রাইভার মোঃ বাবু মিয়া ও হেলপার রোকন ইসলাম জীবন কে আটক করে। আটকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মাঝিকোন গ্রামের মৃত সুলাল মিয়ার পুত্র মোঃ বাবু মিয়া (৩৮),একই জেলার করিয়াচর থানার সালেয়া গ্রামের লিটন মিয়ার পুত্র রোকন ইসলাম জীবন (২৪)।
এই ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
পিকে/এসপি