বাংলাদেশের প্রকাশনা শিল্পের দিকপাল মহিউদ্দীন আহমদ-এর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০৯:২৩:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০৯:২৪:১৫ পূর্বাহ্ন
"আজ ১৫ মার্চ ২০২৫ ইং, শনিবার বাংলাদেশের প্রকাশনা শিল্পের দিকপাল, স্বর্ণপদকপ্রাপ্ত প্রকাশক ও আহমদ পাবলিশিং হাউসের প্রতিষ্ঠাতা মহিউদ্দীন আহমদ সাহেবের ৩৫ তম মৃত্যুবার্ষিকী ।

মরহুম মহিউদ্দীন আহমদ এদেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের পথিকৃৎ। তিনিই একমাত্র সফল পুস্তক ব্যবসায়ী যিনি নিজ মাতৃভাষায় প্রথম মানচিত্র বই, ওয়ালম্যাপ, গ্লোব ইত্যাদি শিক্ষা উপকরণ তৈরি করে দেশ সেবার দায়িত্বকে কর্তব্য বলে মনে করেছিলেন। ফলে দেশের বহু বৈদেশিক মুদ্রা বেঁচে গিয়েছিল এবং শিক্ষা ব্যবস্থাও অনেক উপকৃত হয়েছিল।

মহিউদ্দীন আহমদ প্রকাশনা শিল্পের অন্যতম অগ্রপথিকই শুধু ছিলেন না। যারা এদেশের প্রকাশনা শিল্পকে রুচিবোধ, সংস্কৃতি চেতনা ও শৈল্পিক দৃষ্টি দিয়ে সমৃদ্ধ করেছেন তিনি তাঁদের মধ্যে অন্যতম। শ্ৰম, সংগঠন, দক্ষতা, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এবং শিল্প-সাহিত্যের প্রতি অনুরাগ ঐতিহ্যপ্রীতি ও রুচিবোধ যে একজন একনিষ্ঠ মানুষকে যথেষ্ট সাফল্য এনে দিতে পারে মহিউদ্দীন আহমদ তাঁর উজ্জল দৃষ্টান্ত।

মহিউদ্দীন আহমদ কেবল একজন সৎ প্রকাশকই ছিলেন না, তিনি ছিলেন একজন ধার্মিক এবং উৎসর্গপ্রাণ সমাজসেবক।

কুমিল্লার দাউদকান্দিতে নিজ এলাকায় প্রাইমারি স্কুল, দাতব্য চিকিৎসালয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখান এবং স্কুল-কলেজ সহ বহু জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গিয়েছেন। মরহুমের সন্তান আহমদ পাবলিশিং হাউস এর পরিচালক মেছবাহউদ্দীন আহমদ জানান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়ার আয়োজন করা হয়েছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com