দেশব্যাপী ধর্ষণ খুনের প্রতিবাদে দাউদকান্দিতে ছাত্র অধিকার পরিষদের মিছিল

আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ১২:৪৯:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ১২:৫০:৩৯ অপরাহ্ন
"দেশব্যাপী ধর্ষণ খুন ও নারী নির্যাতন এবং ধর্ষকের বিরুদ্ধে অতি দ্রুত সর্বউচ্চ শাস্তির দাবীতে প্রতিবাদ মিছিলি ও মানববন্ধন করেছে ছাত্র অধিকার পরিষদ দাউদকান্দি উপজেলা শাখা।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) সকাল ১০টায় উপজেলার নৈয়াইর বাজারে এই প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিছিলটি গৌরীপুর মতলব সড়কের নৈয়াইর বাজার থেকে শুরু হয়ে আল-মানার একাডেমী পর্যন্ত প্রদক্ষিণ করে নৈয়াইর ইসলামিয়া ডিগ্রি মাদরাসায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদ দাউদকান্দি উপজেলার সভাপতি সোহান খাঁন সুজন, সহ-সভাপতি সাহপরান প্রধান, মিঠু মিয়া, আব্দুর রাহিম, মেহেদী হাসান। মিছিলে শতাধীক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com