নারী ও শিশু নির্যাতন বন্ধের আহ্বান সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১০:০৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:১০:০৫ অপরাহ্ন
আজ মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) বিকেল ৪ টায় বাসদ কুমিল্লা জেলা কার্যালয় সচেতন রাজনৈতিক ফোরাম ও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলোর সমন্বয়ে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ড. শাহ মো:সেলিম, পরিচালনা করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রতন ভৌমিক প্রণয়।

সভায় বক্তব্য রাখেন, বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবদুর রাজ্জাক, ফোরাম এর সমন্বয়ক কমরেড শেখ আবদুল মান্নান,সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব. ঊষশী সভাপতি মোতাহার মাহবুব, অধ্যপক রাহুল তারণ, শ্রমিক ফ্রন্ট সভাপতি সরদার হুমায়ূন কবির,

সাংস্কৃতিক সংসদের সভাপতি আবুল কাশেম, কবি সেলিম মিয়াজি, গীতিকার খিজির হায়াত, যুব ইউনিয়ন সাবেক সভাপতি বিপ্লব মজুমদার, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক জুনায়েদ রায়হান, যুব নেতা মেহেদী হাসান, শ্রমিক ফ্রন্ট নেতা রফিকুল ইসলাম বাবু, এড. শফিকুল ইসলাম, শহীদুল্লাহ তৌফিক,শেফাল মজুমদার, উদীচী নেত্রী রত্না সাহা।

এসময় বক্তারা সম্প্রতি বাংলাদেশে সংগঠিত নারী ও শিশু নির্যাতন সহ ধর্ষণ এর বিরুদ্ধে প্রতিরোধ স্বল্প সময়ের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ দ্রব্য মূল্যবোধ সহ সকল ক্ষেত্রে বৈষম্য রোধ করে দেশে শান্তি ফিরিয়ে আনার সরকারের প্রতি আহ্বান জানান।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com