
"ব্লাড ফর দাউদকান্দির উপদেস্টা, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক এম এ সাত্তার বলেন, যারা রক্ত দেই সবাই সুস্থ। সারাদেশে দুই চাক্কার মোটর সাইকেল একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। কেউ যেন অসুস্থ না হন, কেউ যেন হসপিটালে না যাই।
বাবা মাকে কস্ট না দেই। দয়া করে, দুই চাক্কার গতি দিয়ে জীবনকে বিপন্ন করবেননা। বাংলাদেশে ৪০ ভাগ দুর্ঘটনা ঘটে মোটর সাইকেলে। আমরা বন্ধু বান্ধবদের বলবো এই দুই চাক্কা থেকে যেন বিরত থাকি।
তিনি আজ সোমবার (১০ মার্চ ২০২৫) ব্লাড ফর দাউদকান্দির আয়োজনে দাউদকান্দি পৌরবাজার আহাম্মদিয়া প্লাজায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সিয়ামের মাস চলছে। আমাদের জীবনে যা কিছু' যত পাপ আছে। আমরা যেন রাব্বুল আলামিনের নিকট মাপ চেয়ে, ক্ষমা চেয়ে নিতে পারি। ব্লাড ফর দাউদকান্দি কখনো কারো দান, অনুদান নেয় না, চায়ও না। তারা বাহ্ বাহ্ নিতেও চায় না।
তারা যেন মানুষের ও দেশের জন্য বীর হিসেবে কাজ করতে পারেন সেই দোয়া করি। আপনারা দেখেছেন ৫ আগস্ট এই যুব সমাজ জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে। তারা দেশকে বিপন্ন হতে দেয়নি। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মো. কামাল হোসেন, জামাল উদ্দিন মোল্লা, সোহেল মোল্লা, মেহেদী রনি, সাংবাদিক হুসাইন মোহাম্মদ দিদার। এসময় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সমাজসেবক, ব্যবসায়ীসহ সংগঠনের ৩শতাধিক সদস্য উপস্থিত ছিলো।
পিকে/এসপি
বাবা মাকে কস্ট না দেই। দয়া করে, দুই চাক্কার গতি দিয়ে জীবনকে বিপন্ন করবেননা। বাংলাদেশে ৪০ ভাগ দুর্ঘটনা ঘটে মোটর সাইকেলে। আমরা বন্ধু বান্ধবদের বলবো এই দুই চাক্কা থেকে যেন বিরত থাকি।
তিনি আজ সোমবার (১০ মার্চ ২০২৫) ব্লাড ফর দাউদকান্দির আয়োজনে দাউদকান্দি পৌরবাজার আহাম্মদিয়া প্লাজায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সিয়ামের মাস চলছে। আমাদের জীবনে যা কিছু' যত পাপ আছে। আমরা যেন রাব্বুল আলামিনের নিকট মাপ চেয়ে, ক্ষমা চেয়ে নিতে পারি। ব্লাড ফর দাউদকান্দি কখনো কারো দান, অনুদান নেয় না, চায়ও না। তারা বাহ্ বাহ্ নিতেও চায় না।
তারা যেন মানুষের ও দেশের জন্য বীর হিসেবে কাজ করতে পারেন সেই দোয়া করি। আপনারা দেখেছেন ৫ আগস্ট এই যুব সমাজ জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে। তারা দেশকে বিপন্ন হতে দেয়নি। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মো. কামাল হোসেন, জামাল উদ্দিন মোল্লা, সোহেল মোল্লা, মেহেদী রনি, সাংবাদিক হুসাইন মোহাম্মদ দিদার। এসময় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সমাজসেবক, ব্যবসায়ীসহ সংগঠনের ৩শতাধিক সদস্য উপস্থিত ছিলো।
পিকে/এসপি