ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি মোদাছছের হোসেন

আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০৬:৩৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০৬:৪১:০৬ অপরাহ্ন
আসছে ঈদ উল ফিতরকে সামনে রেখে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করণ ও পুলিশি কার্যক্রম বেগবান করার লক্ষ্যে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত অতিরিক্ত ডিআইজি মীর মোদাছছের হোসেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করেন

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাউসিক আহাম্মেদ জানান, মঙ্গলবার দুপুরে ডিআইজি মহোদয় থানা পরিদর্শনে আসেন। আমাদের খোজখবর নেন এবং আসন্ন ঈদ পূর্ব মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাংগামাটি পার্বত্য জেলা হতে অত্র থানায় নতুন ১৭ জন অফিসার ও ফোর্স পাঠানো হয়েছে।

তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, পুলিশকে পূর্বের ন্যায় কাজে ফিরতে হবে। ওসিরা সারারাত সড়কে ডিউটি করবে। জনগনের জানমাল এবং মহাসড়কে চলাচলরতদের নিরাপত্তায় তৎপর থাকতে হবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com