গঙ্গাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অনিল মাস্টারের পরলোক গমন

আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৪:০৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৪:০৭:৩৫ অপরাহ্ন
"দাউদকান্দি উপজেলার গঙ্গাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী অনিল চন্দ্র বণিক্য (অনিল মাষ্টার আজ সকাল ১১ টায় দাউদকান্দি উপজেলার মালীগাঁও ইউনিয়ন চাঁপাতলী গ্রামে নিজ বাড়িতে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন।

" দিব্যান লোকান স্ব-গচ্ছুতো "তাহার অন্ত্যোষ্টি ক্রিয়াদি আজ দুপুরে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালীগাঁও ইউনিয়ন চাঁপাতলী গ্রামের বণিক্য বাড়ী'র পারিবারিক মহাশ্মশানে সম্পন্ন হবে।

তাহার আত্মার সদগতি ও শান্তি'র জন্য সকলের নিকট প্রার্থনা কামনা করেছেন। সাপ্তাহিক আমার তিতাস-এর বার্তা সম্পাদক, তাহার নাতী উত্তম কুমার মল্লিক (বড় নাতি)। প্রয়োজনে ০১৭১৪৫০ ১০৩০। তিনি ১ পুত্র ৪ কন্যা সন্তান, দশ নাতী-নাতনিসহ গুণগ্রাহী রেখে গেছেন

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com