
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসীম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক দাউদকান্দি শাখার ব্যবস্থাপক মো. আবু তাহের সরকার টিটু, অগ্রণী ব্যাংক দাউদকান্দি শাখার ব্যবস্থাপক মাহমুদ আল নাসিম, বিশিষ্ট রাজনৈতিক রেজাউল হক, দাউদকান্দি বিআরডিবি চেয়ারম্যান তালুকদার মহিউদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম রিপন ও কবি ও সাংবাদিক হোসাইন মোহাম্মাদ দিদারসহ আরো অনেকে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।