দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে

আপলোড সময় : ২১-০২-২০২৫ ০১:২১:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৫ ০১:২২:৫৬ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক প্রথম আলো' পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি মো. আবদুর রহমান ঢালীকে বখাটে ইভটিজিংকারীরা মারধর করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার গৌরীপুর বাজারে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই শিক্ষক আবদুর রহমান ঢালী ইত্তেফাক-কে জানান, সকাল থেকেই বিদ্যালয়ের সামনে বখাটেদের আনাগোনা লক্ষ্যকরি। শহীদ দিবস উদযাপন শেষে বিদ্যালয়ের অস্টম শ্রেনীর দুইজন মেয়ে
শিক্ষার্থী গেট থেকে বের হলে কয়েকজন বখাটে সন্দেহজনক আচরণ লক্ষ্য করি।

আমি নিজে শিক্ষার্থীদের অটোরিক্সায় উঠিয়ে দেই। তাদেরকে বিদায় দিয়ে বাজারে প্রবেশ করতেই পেছন থেকে ইভটিজিংকারী বখাটে রনি কয়েকজনকে সাথে নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে কিল ঘুষি মারে। পরে, কয়েকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আমি পুলিশ, ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করি।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, আমাদেরকে জানালে তাৎক্ষনিক পুলিশ পাঠাই। হামলাকারী বখাটে রনি গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে ভাড়া বাসায় থাকে। গ্রেফতারে অভিযান চলছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়েছি। হামলাকারীকে ধরতে পুলিশ কাজ করছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com