মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

আপলোড সময় : ১৪-০২-২০২৫ ১২:২৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৫ ১২:২৭:৫০ অপরাহ্ন
মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতিসহ স্কুল কলেজের সামনে বখাটেদের উৎপাতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

শুক্রবার সকাল ১০টায় মহাসড়কের বারপাড়া স্টেশনে বারপাড়া ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী কাউসার আলম, মনির হোসেন, আব্দুল আলিম, আনিছুর রহমান, সোহাগ আহাম্মেদ বলেন, নির্দিষ্ট একটা গোষ্ঠীর মাদক বিক্রি, ছিনতাই, স্কুল কলেজের সামনে উৎপাত ও ইভটিজিংয়ে এলাকাবাসী অতিষ্ট। ৫ আগস্ট আমাদের এলাকার সন্তান শহীদ রিফাত একটি সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছে।

কোন মাদক কারবারি, ছিনতাইকারী, ডাকাত ও চাঁদাবাজের জন্য জীবন দেয়নি। ৫ আগস্ট এর পর একদল চিহ্নত মাদক ব্যবসায়ী ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিতে মেতে উঠেছে। এই এলাকায় ছিনতাই ডাকাতির ঘটনা এখন নিয়মিত হয়ে উঠেছে।

বারপাড়া মহিলা কলেজ, বালিকা বিদ্যালয়ের সামনে মাদকসেবী ও বখাটেদের উৎপাত বাড়ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর হস্তক্ষেপ কামনা করছি আমরা। বারপাড়া মহিলা কলেজের সামনে থেকে বের হওয়া মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কানরা গিয়ে শেষ হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com