ইসলামী ব্যাংক দাউদকান্দি শাখার উদ্যোগে কম্বল বিতরণ

আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০৫:২৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০৫:২৫:৪৭ অপরাহ্ন
"ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দাউদকান্দি এসএমই/ কৃষি শাখার উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৫টায় দাউদকান্দি পৌরসভা জামায়াতের কার্যালয়ে এই কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌরসভা শাখার আমীর আবুল কাশেম প্রধানীয়া, ইসলামী ব্যাংক দাউদকান্দি শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম, সিনিয়ার প্রিন্সিপাল অফিসার ওমর ফারুক নোমানী।

মাওলানা আবুবকর সিদ্দিক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশন পৌর শাখার সভাপতি ফজলে রাব্বী, বিল্লাল হোসেন মিয়াজী প্রমূখ। আলোচনা শেষে ৫০জন শীতার্ত নারী পুরুষকে ১টি করে কম্বল প্রদান করা হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com