দুর্নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায়

আপলোড সময় : ০১-০২-২০২৫ ০৪:৪২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৫ ০৪:৪৩:২৬ অপরাহ্ন
সমাজের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে হলে সর্বপ্রথম দুর্নীতির গলা চেপে ধরতে হবে। যেকোনো ভালো কাজ, জনসেবা, সমাজসেবা কিংবা রাষ্ট্র বিনির্মাণ সবকিছু প্রধান অন্তরায় দুর্নীতি। এ দুর্নীতিকে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তর থেকে চিরতরে বিদায় জানাতে পারলেই ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুখী - সমৃদ্ধ ও বৈসম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বক্তারা।

৩১ জানুয়ারী, সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সমীকরণ আদর্শ সংস্কৃতি সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন উপস্থিত বক্তারা।

সংগঠনের সভাপতি প্রফেসর গোলাম ফারুকের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজকর্মী মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডঃ অশোক কুমার সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিন- এর নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পলি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন বোধি ভিক্ষু, অ্যাডভোকেট জহিরুল হক জহির,

সোনারগাঁ আশ্রয় কেন্দ্র ও বিকশিত নারী সংঘের চেয়ারম্যান সৈয়দা তৌফিকা শাহেদ, বাংলার বীর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ডাঃ রাজিউন সালমা লাবনী।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সংগঠনটি এবার ১১ জন বিশেষ ব্যক্তিকে গুণীজন সম্মাননা প্রদান করে। পরে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়। এ সময় অতিথিরা ছাড়াও সংগঠনের সকল সদস্য/ সদস্যারা উপস্থিত ছিলেন।

পিকে/এসপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com