দাউদকান্দিতে রিফাত হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করেছে পুলিশ

আপলোড সময় : ২৮-০১-২০২৫ ০৪:৩৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৫ ০৪:৩৯:২১ অপরাহ্ন
"বৈশম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গৌরীপুর বাস স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দাউকান্দি মডেল থানা ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) রাত ২টায় গৌরীপুর বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দিলবার হোসেন (৪০), পৌরসদরের সবজিকান্দি গ্রামের মৃত মফিজ বেপারীর ছেলে। সে রিফাত হত্যা মামলার এজাহার নামীয় ২৪ নং আসামী ও বাবু হত্যাকান্ডের পেনাল কোডে তদন্তে প্রাপ্ত আসামী।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, বৈশম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এছাড়াও তার বিরুদ্ধে খুন, অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ ১৯ টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পিকে/এসপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com