দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন

আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৪:৫৬:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৪:৫৭:৪২ অপরাহ্ন
দাউদকান্দিতে প্রায় দুই কিলোমিটার এলাকার অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আজ সোমবার (২৭ জানুয়ারি ২০২৫) সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে এ অভিযানে বাখরাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বিতরণ লাইন উচ্ছেদ করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ১২টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধ গ্যাস লাইন উত্তোলন পূর্বক অপসারণ করা হয়েছে।

গৌরীপুর কার্যলয়ের ব্যবস্থাপক অম্লান কুমার দত্ত এতথ্যটি নিশ্চিত করে জানান, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। 

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com