নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সিন্ডিকেট এবং দুর্নীতি

আপলোড সময় : ১৫-০১-২০২৫ ১১:১৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৫ ১১:১৬:৫৩ অপরাহ্ন
"নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সিন্ডিকেট এবং দুর্নীতি। সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা এসব দুর্নীতি যত দ্রুত সম্ভব সমাজ থেকে দূর করতে পারলেই ক্ষুধা, দারিদ্র্যমুক্ত কাঙ্খিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ জয়নুল আবেদীন।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ আয়োজিত 'নতুন বাংলাদেশে নতুন বছরের প্রত্যাশা' শীর্ষক আলোচনা ও গোল্ডেন উইনার অ্যাওয়ার্ড ২০২৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষাব্যবস্থা ও দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দ্রুত দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় ও অধ্যাপক মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান। এতে প্রধান আলোচক ছিলেন এডভোকেট মোঃ জহুরুল হক জহির। আরো উপস্থিত ছিলেন সৈয়দা তৌফিকা শাহেদসহ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন ও সংগঠনের সদস্যরা।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com