গৌরীপুর আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে ৪৩০জন শীতার্তকে কম্বল প্রদান

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৬:২৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৭:১১:২৮ অপরাহ্ন
আইএফআইসি ব্যাংক দাউদকান্দির গৌরীপুর শাখার পক্ষ থেকে ৪৩০জন শীতার্তকে কম্বল প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) বিকালে গৌরীপুর বাজারের সুরুজজামান টাওয়ারে অবস্থিত আইএফআইসি ব্যাংক কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদকান্দি কারিগরি ইন্সটিটিউটের অধ্যক্ষ আনোয়ার হোসেন।

বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, কর্মকর্তা আকাশ চন্দ্র নাথ, শাহেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিক প্রমূখ। উল্লেখ্য, প্রতি বছরের মতো এই বছরেও শীতার্ত দু:স্হ, অসহায় মানুষের মাঝে এই মানবিক কার্যক্রম করা হয়।

পিকে/এসপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com