দাউদকান্দি পৌরসভা উলামা-মাশাইখ-এর কমিটি গঠন

আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৩:১৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৩:৩০:১৭ অপরাহ্ন
"দাউদকান্দি উপজেলা উলামা-মাশাইখ-এর পৌরসভা কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উলামা-মাশাইখ দাউদকান্দি উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে আজ (১৩ জানুয়ারি ২০২৫) সোমবার সকালে উপজেলা মডেল মসজিদ হলরোমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উলামা-মাশাইখ কুমিল্লা জেলার সহ-সভাপতি মাওলানা শরীফ মুহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কুমিল্লা জেলার সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী। বক্তব্য রাখেন, মো: মনিরুজ্জামান বাহলুল, আবুল কাশেম প্রধানিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কাজী বশীরুল্লাহ ও মো: জয়নাল আবেদীন। আলোচনা শেষে পৌরসভা কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি মাওলানা কাজী মতিউর রহমান সিদ্দিক, সহ সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আব্দুর রশিদ মোল্লা, মাওলানা রুহুল আমিন।
সাধারন সম্পাদক নুরুল ইসলাম সালেহী আল মোবারক।

অন্যরা হলেন, মাওলানা আবুল বাশার, ডা. মাওলানা শাহ আলম, মাওলানা জোবায়ের হোসাইন আনসারী, মাওলানা শাহাদাৎ হোসাইন মোল্লা, ডা. মাওলানা আব্দুল বারী, মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, আব্দুস সাত্তার, হাফেজ নেয়ামত উল্লাহ,

মাওলানা কামারুজ্জামান, হাফেজ মাওলান কাজী জাফর আহমাদ, হাফেজ মাওলানা আল-আমিন, মাওলানা আবুল হাসান রনি, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, আবু সাঈদ, মাওলানা আব্দুল কুদ্দুস, ডা. মিজানুর রহমান, হাফেজ আবু বকর সিদ্দিক,

মাওলানা আমান উল্লাহ, মাওলান আলী আহমাদ, হাফেজ রৌশন আলী মাওলানা আবুল খায়ের, আলহাজ্জ কারী মমিনুল হক, হাফেজ মাইন উদ্দিন, মাওলানা বেলাল হোসাইন মাওলানা মিজানুর রহমান, মঞ্জুরুল ইসলাম সাঈফী, মাওলানা শরীফুল ইসলাম, হাফেজ নূর হোসেন।

পিকে/এসপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com