দাউদকান্দির তিনপাড়া গ্রামে

"নামাজ পড়ে সাইকেল পেলো এগারো কিশোর"

আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০৭:৩৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০৭:৪৬:৫৮ অপরাহ্ন
"মসজিদে গিয়ে ৪১দিন জামায়াতে নামাজ পড়ে বাই সাইকেল পেলো ১১ তরুণ। জানা যায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার তিনপাড়া আদর্শ সমাজ কল্যান ও যুব সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়। যারা মসজিদে গিয়ে ৪১দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়বে তাদের সাইকেল উপহার দেয়া হবে।

ঘোষণা অনুযায়ী ১ নভেম্বর থেকে তিনপাড়া গ্রামের গোলদারবাড়ী, পশ্চিম পাড়া, মধ্যবাড়ী, মোহাম্মদীয়া ও মাস্টার বাড়ী জামে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করা শুরু করেন ওই গ্রামের ৩০ তরুণ। তাদের মধ্যে টানা ৪১দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হন ১১ তরুণ।

তারা হলেন, ফাহিম সরদার, আহসান সরকার, শাওন, নবির, সাব্বির, হাবিব, রাফিন, মেহেদী, আতিক গোলদার ও রায়হান। শুক্রবার বিকেলে তিনপাড়া আদর্শ সমাজ কল্যাণ যুব সংগঠনের আয়োজনে গোলদার বাড়ি জামে মসজিদ মাঠে সাইকেল বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, মাওলানা জসীম উদ্দীন, মোবারকর হোসেন চৌধুরী, ফেরদৌস রহমান, শাহীন আহাম্মেদ চৌধুরী, আব্দুল আউয়াল, শাকিল আহাম্মেদ ও সংগঠনের সভাপতি গোলাম রাব্বী ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাওলানা মোস্তাক আহাম্মেদ, আলোচনা শেষে কিশোরদের হাতে সাইকেল তুলেদেন অতিথিবৃন্দ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com