দাউদকান্দি কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত | প্রধান খবর

আপলোড সময় : ২১-১২-২০২৪ ১০:৪৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৪ ১০:৪৬:৫০ অপরাহ্ন
"দাউদকান্দি কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর ২৪) সকাল ১০টায় নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ্যাসোসিয়েশনের অধিভূক্ত ৬১টি স্কুলের প্লে থেকে ৫ম শ্রেনীর মোট ২৭শ শিক্ষার্থী এই পরীক্ষার অংশগ্রহন করেন। তিনটি ধাপে অনুষ্ঠিত এই পরীক্ষা সমাপনী দিন ছিলো আজ। এ্যাসোসিয়েশনের কঠোর পরিচালনায় সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি ও এস.আর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন আহামেদ চৌধুরী বলেন, শিশু শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও নির্ভয়ে পরীক্ষা দেয়ার অভ্যাস গড়ে তুলতে এবং লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে আমরা প্রতি বছর বৃত্তি পরীক্ষার আয়োজন করি। আমরা নকল মুক্ত পরিবেশে, ভিন্ন স্কুলে কেন্দ্র স্থাপন করে পরীক্ষা নেই। এতে শিশুরা আরো বেশি দৃঢ় হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com