দাউদকান্দিতে ইসকন নিষিদ্ধ ও আরিফ হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৯:৫৪:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৯:৫৮:৫৬ অপরাহ্ন
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন প্রকাশ্যে দিবালোকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে হত্যা ও সমন্বয়কদের পরিকল্পিত হত্যার চেস্টার প্রতিবাদে ইসকন নিষিদ্ধ ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন ও তৌহিদ জনতার উদ্যোগে শুক্রবার বেলা ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। পরে মিছিলটি পৌরসদর বাজার প্রদক্ষিন করে থানার সামনে শেষ হয়।
মিছিলে কয়েক শতাধিক বিক্ষোভকারি অংশগ্রহন করে।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আবু ইউসুফ মোল্লা, মাওলানা নজরুল ইসলাম, রেজাউল হক, বিল্লাল মিয়াজী, বৈশম্যবিরোধী ছাত্র আআন্দোলনের সমন্বয়ক সাইফুল ইসলাম, শান্ত, মামুন চৌধুরী, মিনহাজ, সাব্বির খান, সাইজুদ্দীন।

বক্তারা বলেন, অনতিবিলম্বে এই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং আইনজীবী সাইফুল ইসলাম আরিফের হত্যাকারীদের সর্বউচ্চ আইনের আওতায় এনে বিচার করতে হবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com